• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

শরীয়তপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ আগস্ট ২০২৪, ১৫:০৩
শরীয়তপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত
ছবি : আরটিভি

শরীয়তপুরের সখিপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. এনামুল হক (২৮) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সখিপুর থানার মোল্লারহাট ব্যুরো বাংলা শাখার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, স্থানীয়রা রাতে মুমূর্ষু অবস্থায় এনামুল হককে অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত এনামুলের বাড়ি পটুয়াখালী সদরে। তিনি চরমৈশাদী গ্রামের মো. রুহুল আমিনের ছেলে। তিনি ব্যুরো বাংলা নামে একটি এনজিওতে কর্মরত ছিলেন।

এ বিষয়ে ব্যুরো বাংলা ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন বলেন, এনামুল হক ব্যুরো বাংলা এনজিওর মোল্লারহাট শাখা ফিল্ড অফিসার ছিলেন। শুক্রবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন এনামুল হক। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক এনামুলকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসের ধাক্কায় এনজিও কর্মী নিহত
কক্সবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় অস্ট্রেলিয়ান নাগরিকের মৃত্যু
কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা, যুবক নিহত
পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩