• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

আরটিভিতে সংবাদ প্রচার

শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় সৈয়দপুর থানার ওসি ক্লোজড

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ আগস্ট ২০২৪, ১৯:০৫
শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় সৈয়দপুর থানার ওসি ক্লোজড
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নীলফামারীর সৈয়দপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কলেজ শিক্ষার্থী আবির হোসেন জয়কে নির্যাতনের ঘটনা নিয়ে আরটিভিতে প্রতিবেদন প্রচার হওয়ার পর সৈয়দপুর থানার ওসিসহ দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি এস এম রশিদুল হক।

তিনি বলেন, গত ২৩ জুলাই সৈয়দপুর পৌর এলাকার পাঁচ মাথা মোড়ে সংঘর্ষের সময় পুলিশের একটি পিস্তল খোয়া যায়। এ ঘটনায় শিক্ষার্থী আবির হোসেন জয়কে থানায় আটক করে নির্যাতন করা হয়। এ ঘটনায় নীলফামারীর সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কল্লোল কুমার দত্ত ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম, এস আই মাসুদ রানাকে প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে সৈয়দপুর থানার ওসি শিক্ষার্থীকে তুলে এনে বেদম মারধর করার ঘটনা আরটিভিসহ বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়