ইটনায় বর্ষার পানিতে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়নে বাড়ির উঠানে খেলাধুলা করতে গিয়ে সবার অগোচরে বর্ষার ডুবে আরাফাত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী।
নিহত আরাফাত কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আরজাহান ও মনিরা বেগম দম্পতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে ইটনায় নিজ বাড়ির সামনে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল আরাফাত। সবার অগোচরে বাড়ির সামনে বর্ষার পানিতে পড়ে ডুবে যায় সে। পরে আরাফাতের চিৎকারে স্বজনরা পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করে আরাফাতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে ওসি জাকির রব্বানী বলেন, ইটনায় বর্ষার পানিতে খেলতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন