ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

নদীতে ভাসছিল কৃষকের নিথর মরদেহ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪ , ০৯:৫৩ এএম


loading/img
ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় ইছামতি নদীতে ডুবে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই কৃষকের নাম মাহবুবর রহমান (৫৫)।

বিজ্ঞাপন

সোমবার (২ সেপ্টেম্বর) উপজেলার ইছামতি নদীর মাজবাড়ি ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করে থানায় খবর দেন স্বজনরা।

নিহত মাহবুবর রহমান উপজেলার নিমগাছি ইউনিয়নের মাজবাড়ি গ্রামের মোজাহার আলীর ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, কৃষক মাহবুবর রহমান অন্যান্য দিনের মতো রোববার (১ সেপ্টেম্বর) রাতে বাড়ির অদূরে ইছামতি নদীতে মাছ শিকারের জন্য তিনটি চায়না জাল পেতে রাখেন। তিনি নদী থেকে ফিরে নিজ বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। পরে সোমবার ভোর ৬টার দিকে জালে আটকে পড়া মাছ ছাড়িয়ে আনতে যান। এরপর তিনি বাড়িতে ফিরে আসেননি।

এ অবস্থায় দুপুরের দিকে স্বামীর খোঁজ করতে তার স্ত্রী নদীর তীরে যান। সেখানে গিয়ে খোঁজাখুজির একপর্যায়ে পানিতে ভাসমান অবস্থায় মাহবুবর রহমানের মরদেহ দেখতে পান।

এ বিষয়ে ধুনট থানার ওসি সৈকত হাসান বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |