• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

১৮ দিনেই পৃথিবী থেকে বিদায় নিল ‘মুগ্ধ’

আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৬
ছবি : সংগৃহীত

‘পানি লাগবে কারও, পানি?’ এই কথাটি কম-বেশি সবাই শুনেছেন। সোশ্যালমিডিয়ায় দেখেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভকারীদের পানি বিতরণ করা মীর মাহফুজুর রহমান মুগ্ধর সেই ভিডিওটিও। তিনি আর আমাদের মাঝে বেঁচে নেই, পুলিশের গুলিতে নিহত হয়েছেন। মহৎপ্রাণ এই মানুষটির নামে বরিশালের এক দম্পতি তাদের নবজাতকের নাম রেখেছিলেন মুগ্ধ। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস! জন্মের মাত্র ১৮ দিনের মাথায় সে পৃথিবী থেকে বিদায় নিল।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে বরিশালের উজিরপুর উপজেলার জল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে শিশুর পিতা রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ছাত্র আন্দোলনে পানি বিতরণ করতে গিয়ে নিহত হওয়া মুগ্ধর নামেই আমার ছেলের নাম রেখেছিলাম। জন্মের পর থেকেই সে সুস্থ ও স্বাভাবিক ছিল। রোববার সকালে ওর মায়ের বুকের দুধ পান করতে গিয়ে তা শ্বাসনালিতে ঢুকে পড়ে। আমরা দ্রুত তাকে নিকটস্থ আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কিন্তু ততক্ষণে সব শেষ, মুগ্ধ আমাদের ছেড়ে চলে গেছে।

বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শিশির কুমার গাইন বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, দুধ শ্বাসনালিতে ঢুকে দমবন্ধ হয়ে মারা গেছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাণিজ্য মেলায় থাকছে মুগ্ধ ও আবু সাঈদ কর্নার: ইপিবি
শহীদ আবু সাঈদের স্মরণে মাসকাট তৈরি, মুগ্ধকে নিয়েও বিশেষ পরিকল্পনা বিসিবির
পরীমণির নতুন ছবিতে মুগ্ধ নেটিজেনরা
মুগ্ধকে নিয়ে গুজবের ব্যাপারে আবেগঘন প্রতিক্রিয়া ভাই স্নিগ্ধের