ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ , ১০:২৩ এএম


loading/img
ছবি: আরটিভি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে মাহিম (১৭) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।

বিজ্ঞাপন

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আলাওলপুর ইউনিয়নের হানিফ বেপারী কান্দি গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

মাহিম ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ওসমান বেপারীর ছোট ছেলে এবং গরীবের চর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার কাছে ছেলেটি মোটরসাইকেল কেনার আবদার করেছিল। দুর্ঘটনার আশঙ্কায় মোটরসাইকেল কিনে দেননি তার বাবা। আর তাতেই বাবার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মাহিম।

গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ পুষ্পেন দেবনাথ বলেন, গলায় ফাঁস দিয়ে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |