ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

নৌকা ভ্রমণে গিয়ে প্রাণ গেল ফুফু-ভাতিজির

আরটিভি নিউজ

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ১০:০৯ এএম


loading/img
ফাইল ছবি

কুষ্টিয়ার মাছপাড়া গ্রামে বিলের পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া সরকারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন, ওই গ্রামের নায়েব আলীর মেয়ে অনামিকা (১৫) ও গোলাম আলীর মেয়ে নাজনীন (১১)।

বিজ্ঞাপন

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আনোয়ার বলেন, রাত ৭টার দিকে পরিবারের লোকজন নিখোঁজের বিষয়টি আমাদের জানায়। পরে ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ দুজনের লাশ পাওয়া গেছে।

স্থানীয় ও পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ঝাউদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, বিকেলে ঝাউদিয়া ইউনিয়নের চাপাইগাছি বিলের অংশ মাছপাড়ায় বেড়াতে যায় ফুফু অনামিকা, ভাতিজি নাজনীনসহ তিনজন। এ সময় বিলে নৌকা ভ্রমণের সময় অসতর্কতাবশত পানিতে পড়ে যায় ফুফু-ভাতিজি। বিলে পানি বেশি থাকায় এবং সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় তারা।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |