মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত
ফেনীর ছাগলনাইয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. সিয়াম (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় অপর এক আরোহী গুরুতর আহত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ছাগলনাইয়া পৌরসভার পূর্ব ছাগলনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সিয়াম ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ ব্যাচের শিক্ষার্থী। সে ফেনী সদর উপজেলার সাতসতি এলাকার সউদী প্রবাসী মো. গোফরানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় দুই কিশোর মোটরসাইকেলে দ্রুত গতিতে সড়ক পারাপার করার সময় মোটরসাইকেলটি সড়কের পাশের একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। এতে দুই কিশোর মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিয়াম মারা যান। অপর কিশোর বর্তমানে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসধীন রয়েছে।
আরটিভি/এফআই/এআর
মন্তব্য করুন