• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

সাজেকে আরও ৩ দিন পর্যটকদের না যেতে পরামর্শ

আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২৪
সাজেকে আরও ৩ দিন পর্যটকদের না যেতে পরামর্শ
ছবি : সংগৃহীত

রাঙামাটির সাজেকে পর্যটকদের আরও ৩ দিন না যাওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১ অক্টোবর থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত সাজেকে পর্যটকদের না যাওয়ার জন্য নিরুৎসাহ করার সময় বাড়ানো হলো।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলার ইউএনও শিরীন আক্তার।

তিনি বলেন, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ফলে ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।’

তবে এটা কোনো নিষেধাজ্ঞা নয় বলেও জানান তিনি।

এ দিকে সাজেক রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা বলেন, আরও ৩ দিন সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করার সময় বাড়ানো হয়েছে। এতে সব রিসোর্ট পর্যটক শূন্য রয়েছে। ফলে আমরা সকলে বেকার সময় কাটাচ্ছি। মৌসুমে পর্যটক না থাকায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখিন হচ্ছেন।

সম্প্রতি পাহাড়ে সহিংসতার জের ধরে চলা অবরোধে ২০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৪ দিন সাজেকে ১৪০০ পর্যটক আটকা পড়ে। সে সময় পানি ও খাবারের সংকট হয়। ২৪ সেপ্টেম্বর সেনাবাহিনীর সহায়তায় পর্যটকরা খাগড়াছড়ি শহরে পৌঁছায়।

ওই দিন রাঙ্গামাটিতে আইনশৃঙ্খলা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান সাজেকে পর্যটক ভ্রমণে প্রথম দফায় ৩ দিনের জন্য নিরুৎসাহিত পরিপত্র জারি করেন। পরে তা দ্বিতীয় দফায় আরও ৩ দিন বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেড় মাস পর আজ খুলছে সাজেকের দুয়ার
সাজেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল প্রশাসন
সাজেক ভ্রমণে আরও ৩ দিন নিরুৎসাহিত করছে প্রশাসন