• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

মাইকিং করে অল্প দামে গরুর মাংস বিক্রি, ক্রেতাদের ভিড়

আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২৪, ২২:০৭
মাইকিং করে অল্প দামে গরুর মাংস বিক্রি, ক্রেতাদের ভিড়
ছবি : সংগৃহীত

মাইকিং করে নীলফামারীর ঢেলাপীর হাটে মাত্র ৬০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করা হচ্ছে।

গত তিন দিন ধরে সৈয়দপুর-নীলফামারী মহাসড়কের পাশে বাদশা মিয়া এ দরে মাংস বিক্রি করছেন।

জানা যায়, নিম্ন ও মধ্যবিত্তদের কথা ভেবে ঢেলাপীর বাজারে বাদশা গোস্ত ভান্ডারের বাদশা মিয়া স্বল্পমূল্যে মাংস বিক্রি করেছেন।

রোববার (৬ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, দোকানটিতে সকাল থেকে ব্যাগ হাতে ভিড় করেছেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। সারিবদ্ধভাবে কেউ এক কেজি, কেউ দুই কেজি কিংবা তার বেশি মাংস কিনছেন। ঢেলাপির হাট এই অঞ্চলের সবচেয়ে বড় গবাদি পশুর হাট হিসেবেই স্থানীয়দের কাছে বেশ পরিচিত।

এ হাটের ইজারাদার জানান, বাদশা মিয়া ৬০০ টাকা কেজিতে মাংস বিক্রি শুরু করলে তার সন্দেহ হয়। তিনি ওজনে কম দিচ্ছেন কিনা সেটি পরীক্ষা করেও দেখেন মোতালেব। মাংসের ওজন সঠিক থাকায় বাদশাকে ধন্যবাদ জানান।

বাদশা মিয়ার এমন উদ্যোগের কারণে তার কাছ থেকে টোল আদায় করছেন না বলেও জানান ইজারাদার।

এ বিষয়ে বিক্রেতা বাদশা মিয়া বলেন, ‘হাটে এখন কম দামে গরু মিলছে। এই দামে মাংস বিক্রি করতে আমার কোনো সমস্যাই হচ্ছে না। প্রথম দিনে আমি ৬১০ টাকা কেজিতে মাংস বিক্রি করেছি। ক্রেতাদের ব্যাপক সাড়া পেয়ে ৬ অক্টোবর মাইকিং করে ৬০০ টাকা দরে বিক্রি করছি।’

আরটিভি/এমকে/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে বিএনপির মাইকিং
হকার মাইকিংয়ে অতিষ্ঠ রাজধানীবাসী, মুক্তি মিলবে কি
কুয়াকাটার মাছ বাজারে সাধারণ ক্রেতাদের ভিড়
ভেঙে গেছে গোমতীর বাঁধ, মাইকিং করে সতর্কতা জারি