বগুড়ার গাবতলীতে খেতে কাজ কারার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের শিলদহবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত কৃষকের নাম সুলতান সরকার (৬০)। তিনি ওই গ্রামের মৃত সামেদ আলী সরকারের ছেলে।
বিজ্ঞাপন
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, মরিচখেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতের স্বজনদের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এএএ/এসএ