শরীয়তপুরে ভ্যান-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোহরাব কবিরাজ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের জুশিরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহরাব কবিরাজ মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলিপুর এলাকার মৃত কামিজ উদ্দিন কবিরাজের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে নাগেরপাড়া বাজার থেকে ভ্যানযোগে গোসাইরহাট বাজারে আসছিলেন সোহরাব কবিরাজ। এ সময় তারা জুশিরগাঁও এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাদের ভ্যানগাড়িটির ধাক্কা লাগলে সোহরাব কবিরাজ সড়কে পরে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ভুক্তভোগীর পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/ এমএ
মন্তব্য করুন