• ঢাকা রোববার, ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১
logo

রাণীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিকী কাউন্সিল  

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ অক্টোবর ২০২৪, ১৫:০৫
ছবি : আরটিভি

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিকী কাউন্সিল।

শনিবার (২৬ অক্টোবর) উপজেলার রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে চারটি বুথের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। সকালের দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে প্রথম দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি ছিল বেশ ভালো।

কাউন্সিলে উপজেলার আটটি ইউনিয়ন বিএনপির ৫৬৮ জন সদস্য ভোটার হিসেবে তাদের ভোট প্রদান করছেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার কাজী রবিউল ইসলাম রবি জানান, আনুমানিক গত ২০০১ সালে সর্বশেষ উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিলো। এরপর ২০২৪ সালে অনুষ্ঠিত হচ্ছে।

এদিন সকালে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে বেলা ১১টার সময় ভোট গ্রহণ শুরু করা হয়েছে যা চলবে বিকেল ৩টা পর্যন্ত। কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সভাপতি পদে এস এম আল ফারুক জেমস ও আলহাজ মো. এছাহক আলী, সাধারণ সম্পাদক পদে মোসারব হোসেন, এস এম জাকির হোসেন ও এমদাদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে কাজী সাহাবুল ইসলাম, মেজবাউল হক লিটন, সাখোয়াত হোসেন, রুবেন চৌধুরী ও মতিউর রহমান উজ্জ্বল প্রতিদ্বদ্বীতা করছেন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোনো দলকে নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা হয়নি: উপদেষ্টা রিজওয়ানা
সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ কারাগারে
সাংবিধানিক সংকট সৃষ্টির পাঁয়তারা চলছে: সালাহউদ্দিন আহমেদ
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল