• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

কুষ্টিয়ায় বাজারে পলিথিনের বিরুদ্ধে অভিযান 

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

  ০১ নভেম্বর ২০২৪, ১৮:৪০
কুষ্টিয়ায় বাজারে পলিথিনের বিরুদ্ধে অভিযান 
ছবি : আরটিভি

দেশব্যাপী পলিথিন ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ ঘোষণা করায় কুষ্টিয়ায় বাজারে অভিযান চালিয়েছে বিশেষ টাস্কফোর্স কমিটি।

শুক্রবার (১ নভেম্বর) দুপুর থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা খাতুনের নেতৃত্বে শহরের পৌর বাজারসহ বেশকয়েকটি বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে ৫ দোকানিকে অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়াও দামের অসংগতি পাওয়ায় এক মুরগি ব্যবসায়ীকেও অর্থদণ্ড দেয় বিশেষ টাস্কফোর্স কমিটি।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা খাতুন বলেন, ‘পলিথিন বন্ধে ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।’

এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলসহ বিশেষ টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাইকগাছায় বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ
দেড় মাসে ৫০ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা ২৫ লাখ
চাঁদপুরে ৭৪০ কেজি পলিথিন জব্দ, দুই ব্যবসায়ীর জরিমানা
চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা