• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

চলনবিলে নামলেন দেড় হাজার মানুষ, ধরলেন ৩টি বোয়াল

আরটিভি নিউজ

  ০৩ নভেম্বর ২০২৪, ০৩:০৭
চলনবিলে নামলেন দেড় হাজার মানুষ, ধরলেন ৩টি বোয়াল
ছবি : সংগৃহীত

নাটোরের সিংড়ায় চলনবিলে গাইবান্ধা থেকে প্রায় দেড় হাজার মানুষ মাছ ধরতে এসেছিলেন। ১১টি বাস, ৭টি ট্রাক ও ৪টি মিনি ট্রাকে চেপে প্রায় দেড়শ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে মাছ ধরতে এসেছিলেন তারা। তবে বিলের ৩ কিলোমিটার জায়গাজুড়ে ঘেরাও করেও পাওয়া গেছে মাত্র ৩টি বোয়াল মাছ।

শনিবার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চলনবিল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলনবিলে বর্তমান সময়ে মাছই ধরা পড়ছে না। বিলে মাছ নেই বললেই চলে। বিভিন্ন ধরনের মাছ ধরার সরঞ্জাম যেমন- নেটপলো, ঠেলাজাল, লাঠিজাল দিয়ে মাছ ধরছেন অনেকে। কেউ কোমরপানিতে, কেউ বুকসমান পানিতে আবার কেউ গভীর পানিতে ডুব দিয়ে মাছ ধরার চেষ্টা করেন। তাদের পরস্পরের কথাবার্তা ও ঝুপঝাপ শব্দে বিলজুড়ে কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়। দুপুর পর্যন্ত মাছ ধরার অবিরাম চেষ্টা চালান সবাই। কিন্তু হতাশ হয়ে বাড়ি ফিরেছেন মাছ শিকারিরা। কারণ সবমিলিয়ে মাত্র ৩টি বোয়াল মাছ ধরতে পেরেছেন তারা। মাছ তিনটির ওজন সব মিলিয়ে ৯ কেজি হবে।

চলনবিল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘চায়না জাল ও সোতি জাল দিয়ে চলনবিলে নির্বিচার মাছ ধরার কারণে বিলে মাছের উৎপাদন কমে গেছে। এত লোক মিলে ৩টি মাছ ধরার মধ্য দিয়ে বিলের মাছ কমে যাওয়ার বিষয়টি আবার প্রমাণিত হলো।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষ, আহত ৭
নাটোরে শ্মশানের ঘটনায় অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করেছে পিটিআই: প্রেস উইং ফ্যাক্টস
চলন্ত ট্রেনের বগিতে আগুন, নেভালেন স্থানীয়রা
আগুনে পুড়ে ৯ মাসের শিশুর মৃত্যু