• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

ফেনীতে ২৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ০৩ নভেম্বর ২০২৪, ০৬:৪৫
ফেনীতে ২৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

ফেনীর ফুলগাজীতে যুবলীগ নেতা বিমল চক্রবর্তী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জসিম উদ্দিন প্রকাশ বলি জসিমকে (৪৭) গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (২ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব।

গ্রেপ্তার জসিম ফুলগাজী উপজেলার পূর্ব বসিকপুর গ্রামের আবদুল হক মজুমদারের ছেলে।

র‍্যাব জানায়, ১৯৯৭ সালের ২৯ অক্টোবর ফুলগাজীতে প্রকাশ্য দিবালোকে যুবলীগ নেতা বিমল চক্রবর্তীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিজাম উদ্দিন প্রকাশ নিজাম ডাকাত ও তার সহযোগী জসীম উদ্দিন জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে। ঘটনার দিন নিহতের ভাই উপজেলা আওয়ামী লীগ নেতা পরিমল চক্রবর্তী বাদী হয়ে ফুলগাজী থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ২০০০ সালে জড়িতদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আলাদাত। তারপর ২৭ বছর ধরে আত্মগোপনে ছিলেন জসিম।

এ ব্যাপারে ফুলগাজী থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ‘গ্রেপ্তার জসিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীতে একসঙ্গে জুমা আদায় করলেন লক্ষাধিক মুসল্লি
ফেনীতে বিড়ালের র‌্যাম্প শো
পাইকগাছায় ১৪ মামলার আসামি গ্রেপ্তার
লালমনিরহাটে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার