• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন তামিম-আশরাফুল 

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ নভেম্বর ২০২৪, ২০:৩৪
জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন তামিম-আশরাফুল 
ছবি : আরটিভি

দীর্ঘদিন পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বর্ণিল আয়োজনে উদ্বোধন করা হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট।

রোববার (১০ নভেম্বর) সকালে শহরের শহীদ চান্দু স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল খান ও আশরাফুল ইসলাম।

উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মাঠে নেমেছে রাজশাহী লাল দল ও রাজশাহী সবুজ দল। এ আয়োজনে দীর্ঘদিন পর শহীদ চান্দু স্টেডিয়াম হাজারও দর্শকে মুখরিত হয়ে ওঠে।

লাল দলের অধিনায়ক মাইশুকুর রহমান রিয়েল টসে জিতে সবুজ দলের অধিনায়ক ফরহাদ রেজাকে বোলিং করার আমন্ত্রণ জানান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই খেলায় ঘরোয়া লীগের খেলোয়ারদের পাশাপাশি জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও খেলবেন বলে জানায় আয়োজক কমিটি।

২০টি দল নিয়ে প্রথম পর্বের খেলা হবে দেশের ১০টি ভেন্যুতে। বগুড়া ছাড়াও ফরিদপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং ঢাকাও (সিটি ক্লাব গ্রাউন্ড) আছে ভেন্যুর তালিকায়। ১০ নভেম্বর বগুড়ায় শুরু হয়ে টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা অন্যান্য ভেন্যুতে হবে ১৬ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর মধ্যে।

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, খেলার মূল পর্ব শুরু হবে ১৬ জানুয়ারি। প্রথম পর্ব শেষে মূল পর্বে উঠে আসা ১০ দলের সঙ্গে যোগ হবে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ নামে আরও দুটি দল। টুর্নামেন্টের ফাইনাল হবে মিরপুর শের-ই বাংলার মাঠে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু, টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশাররফ হোসেনসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। উদ্বোধনী আয়োজন ও খেলা উপভোগ করতে বগুড়া ও আশপাশের জেলা-উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীর ছাড়াও হাজার হাজার মানুষের ছিলো সরব উপস্থিতি।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিশরে শীতকালীন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রাষ্ট্রদূত সামিনা নাজ
জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন তামিম ও আশরাফুল
জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করবেন তামিম ও আশরাফুল
চীনে আরাফাত রহমান কোকো স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট