ঢাকামঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

নড়াইলের শেষ হলো পাঁচ দিনব্যাপী রাস উৎসব

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ , ১২:৩৪ পিএম


loading/img

শেষ হলো পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী মহারাস উৎসব। প্রাণের উচ্ছ্বাস আর খোল-করতাল, শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে চলে ঐতিহ্যবাহী রাস উৎসব। যেখানে মণিপুরিদের নিজস্ব গায়কি ও অভিব্যক্তির প্রকাশ পায়। হাজারও ভক্ত আর দর্শনার্থীদের পদচারণে মুখরিত ছিল হিন্দু ধর্মবলম্বীদের এই প্রাণের উৎসব। 

বিজ্ঞাপন

নড়াইলের শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামে শ্রীকৃষ্ণের রাস উৎসব উপলক্ষে ৪৪তম বার্ষিকী ২৪ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান ও রাস উৎসব পালিত হয়েছে।

শ্রী শ্রী কৃষ্ণের রাস উৎসব হলেও শ্রী শ্রী ত্রিভঙ্গ চরণ দাস (বাবাজি) নামে এক সাধককে ঘিরে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। 

বিজ্ঞাপন

রাস মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন, অনেক ভালো লাগছে প্রত্যেক বছরই আসা হয়। খুবই সুন্দর অন্যরকম একটা অনুভূতি হয় কারণ এখানে আপনার গ্রাম্য গ্রাম্য একটা ভাব আছে। সবাই গ্রামের মানুষ একসাথে মিলে মজা করে। সকল নিজের মানুষদের কাছে দেখা যায়।  

রাধাকৃষ্ণের যে বৃন্দাবনের রাশলীলা করেছিলেন আমরা এখানে তার স্মৃতিটাকে ধরে রাখার জন্য এই উৎসব পালন করি। বাবাজি বৃন্দাবন থেকে এসে দেবগ্রামকে বৃন্দাবনে রূপান্তরিত করেছে।

আরটিভি/এফআই/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |