• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

বগুড়ায় বিদেশি পিস্তলসহ কৃষকলীগ নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২৪, ১৭:২৫
বগুড়ায় বিদেশি পিস্তলসহ কৃষকলীগ নেতা গ্রেপ্তার
ছবি : আরটিভি

বগুড়ার শাহজাহানপুরে অভিযান চালিয়ে গুলি ও বিদেশি পিস্তলসহ রায়হান নামের এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া রায়হান উল্লেখিত এলাকার আব্দুর রহমানের ছেলে এবং আশেকপুর ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে আশেকপুর ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রায়হানকে গ্রেপ্তার করেছে। এ সময় তার বাড়ি থেকে একটি গুলি ও ম্যাগজিনবিহীন বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পূর্বের আরও কোনো মামলা আছে কি না, তা যাচাই করে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ২ জনের
বগুড়ায় ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে
বগুড়ার সাবেক এমপি রাগিবুল গ্রেপ্তার
পুলিশের কাছ থেকে হাতকড়া পরা আসামি ছিনতাই