• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

ধানখেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২৪, ১৫:১৫
ধানখেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের সদর উপজেলার সিরতা এলাকায় ধানখেত থেকে আকাশ মিয়া (২৩) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সিরতা ইউনিয়নের টেকেরবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশের ধারণা, ছিনতাইকারীরা চালককে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।

নিহত আকাশ মিয়া সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া গ্রামের খোকন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত একবছর ধরে আকাশ মিয়া ইজিবাইক চালাতেন। মঙ্গলবার বিকেলে ভাড়া চালিত নিজের ইজিবাইকটি নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। কিন্তু রাত সাড়ে ৮টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাচ্ছিল পরিবারের লোকজন। এদিকে রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে রক্ত দেখে খোঁজ নিতে গিয়ে পাশের ধানখেতে আকাশের রক্তাক্ত মরদেহটি দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে কোতোয়ালি মডেল থানা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইকটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই ছুরিকাঘাতে এ হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে জাসদ নেতা শফিকুল অস্ত্রসহ আটক 
ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের ৪ জন নিহত 
ঝাঁকুনিতে ট্রেনের দরজা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
ধানখেত থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার