ঢাকাশনিবার, ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

নাটোরে রেললাইনে ফাটল, ট্রেন চলছে ধীরগতিতে

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ , ০৪:১৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। এতে ধীরগতিতে চলছে ট্রেন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে আজিমনগর স্টেশন ও আব্দুলপুর জংশনের মধ্যবর্তী নর্থ বেঙ্গল সুগার মিলস-সংলগ্ন বিহারীপাড়া রেলগেটের অদূরে ডাউন রেললাইনে ভাঙন দেখা গেছে। 

জানা গেছে, বৃহস্পতিবার সকালে রেলওয়ের কর্মীরা নিয়মিত রেললাইন পরিদর্শনে গিয়ে লাইন ভাঙা দেখতে পান। এরপর ওই লাইন দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল করছে। ইতোমধ্যে লাইন মেরামত কাজ শুরু করেছে রেলওয়ের কর্মীরা।

বিজ্ঞাপন

আব্দুলপুর রেলস্টেশনের মাস্টার জিয়া উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রেললাইনে ফাটলের খবর পাওয়ার পরেই সেখানে রেলের শ্রমিকরা গিয়েছেন। ফাটল মেরামতের কাজ চলছে। রেল চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যে লাইনে মেরামতের কাজ চলছে, সে লাইন রেলগাড়ি ধীরগতিতে চলছে।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |