ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ: আ.লীগ নেতা নুর আলম গ্রেপ্তার

আরটিভি নিউজ

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ১১:১০ এএম


ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ: আ.লীগ নেতা নুর আলম গ্রেপ্তার
ফাইল ছবি

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা নুর আলমকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফেনীর দাগনভূঞা বাজারের জিরো পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নুর আলম দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং এনায়েত নগর গ্রামের আজিজুল হক সরকারের ছেলে।

বিজ্ঞাপন

র‌্যাব সূত্র জানায়, ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলছিল। কর্মসূচিতে ফেনী-২ সদর আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এতে আবদুর রব নামের এক ব্যক্তি ভয়ে দৌড়ে মহিপাল পাসপোর্ট অফিসের দিকে চলে যান। একপর্যায়ে আসামিদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে আবদুর রবকে গুলি করে। তিনি আহত অবস্থায় মাটিতে পড়ে গেলে আসামিরা তাকে লাঠিসোঁটা, লোহার রড, রাইফেলের বাট দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ঘটনায় আবদুর রব বাদী হয়ে ফেনী মডেল থানায় ১৪২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ বিষয়ে ফেনীস্থ র‌্যাব-৭ ক্যাম্পের অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ওই মামলার ৮৪ নম্বর আসামি নুর আলম। তাকে বিকেলে দাগনভূঞা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমএ-টি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission