ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বদলগাছীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু 

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ , ০৭:২৩ পিএম


loading/img
ছবি : আরটিভি

নওগাঁর বদলগাছীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার মথুরাপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। 

মথুরাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় নওগাঁ সদর ও দিনাজপুরের হিলি উপজেলা ফুটবল একাদশ অংশ নেয়। 

বিজ্ঞাপন

টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে। আটটি দল হচ্ছে—নওগাঁ, হিলি, জয়পুরহাট, মহাদেবপুর, বদলগাছী, বগুড়া, পাঁচবিবি ও ধামইরহাট উপজেলা ফুটবল একাদশ। আগামী ২৮ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। 

টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুল হাদী চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান প্রমুখ। 

উদ্বোধনী অনুষ্ঠানে ফজলে হুদা বাবুল বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। কেন্দ্র থেকে ঘোষণা আসছে যে, প্রতিটি ইউনিয়নে ফুটবল প্রতিযোগিতা করতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদেরকে মাদকসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে। এত সুন্দর টুর্নামেন্টের আয়োজন করায় মথুরাপুর ইউনিয়ন বিএনপিকে ধন্যবাদ জানাই।

বিজ্ঞাপন

দেশের বিরুদ্ধে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র অব্যাহত আছে উল্লেখ করে ফজলে হুদা বলেন, পতিত হাসিনা ও তার দোসর রুশ-ভারত ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাই এক হয়ে থাকতে হবে। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব। 

বিজ্ঞাপন

আরটিভি/এএএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |