• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

চাঁদপুরে ২ হাসপাতাল সিলগালা, একটিকে জরিমানা

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩
চাঁদপুরে ২ হাসপাতাল সিলগালা, একটিকে জরিমানা
ছবি : আরটিভি

হাসপাতালের কাগজপত্র নবায়ন না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজারের নারায়নপুর জেনারেল হাসপাতাল অ্যান্ড কনসালটেশন সেন্টার, মীম জেনারেল হাসপাতাল সিলগালা এবং ম্যাক্স ভিআইপি হাসপাতালের চিকিৎসকের (সার্জন) সহকারী না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিব উল্লাহ সৌরভ।

তিনি বলেন, অভিযানের সময় মতলব দক্ষিণে নারায়নপুর জেনারেল হাসপাতাল (প্রা.) এন্ড কনসালটেশন সেন্টারের দুই বছরের কাগজপত্র নবায়ন না থাকায় সীলগালা, হাসপাতালের এমডি আল-আমিন ভুয়া চিকিৎসক দিয়ে সিজারিয়ান করায় ৫০ হাজার টাকা জরিমানা এবং নার্স পরিচয়ে হাসপাতালের দালাল শেফালি নরমাল ডেলিভারির সময় লীমা নামের রোগীর বাচ্চা মেরে ফেলার ঘটনায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এই হাসপাতালটি পরবর্তী সিদ্ধান্তের আগ পর্যন্ত বন্ধ থাকবে।

একই সময় ওই এলাকার মীম জেনারেল হাসাপতালের কাগজপত্র নবায়ন না থাকায় সীলগালা এবং মালিক মো. জসিম উদ্দিন ও আলহাজ উদ্দীনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে ওই হাসপাতালে কোন চিকিৎসক পাওয়া যায়নি।

এ ছাড়া বাজারের মূল সড়কে অবস্থিত ম্যাক্স ভিআইপি হাসপাতালে চিকিৎসকের (সার্জন) সহকারী না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা বলেন, ‘গুরুতর অনিয়মের কারণে এসব হাসপাতাল সিলগালা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে কচ্ছপের সবচেয়ে বড় চালান আটক
চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা
চাঁদপুরে ৪৪ কেজি গাঁজাসহ আটক ১
পা পিছলে নদীতে পড়া নারীকে উদ্ধার করল নৌপুলিশ