• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

নওগাঁয় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ ডিসেম্বর ২০২৪, ১২:১৬
ছবি : আরটিভি

নওগাঁর পোরশায় যাত্রীবাহী বাস উল্টে নূর বানু (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার পোরশা-নওগাঁ আঞ্চলিক সড়কের মাটিন্দর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর বানু উপজেলার আমদা গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, সকাল ৭টায় যাত্রী নিয়ে পোরশা থেকে নওগাঁর উদ্দেশ্যে যাত্রা করেছিলো বাসটি। পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই নূর বানু মারা যান। আহত হয় বাসে থাকা আরও ৩ যাত্রী। স্থানীয়রা তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

তিনি আরও বলেন, গত ৩ দিন যাবত এ অঞ্চলের সব এলাকা ঘন কুয়াশায় ঢাকা। কুয়াশার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাতে পারে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা, বৃষ্টির মতো ঝরছে শিশির
নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পীর মৃত্যু
তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশায় ঢেকে আছে নওগাঁ