• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

আগুনে পুড়ে ৯ মাসের শিশুর মৃত্যু

আরটিভি নিউজ

  ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪
বড়াইগ্রাম থানা
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে আলিজা খাতুন নামের ৯ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) উপজেলার জোনাইল এলাকার শিমুলতলায় এই ঘটনা ঘটে।

আলিজা খাতুন ওই এলাকার আলতাফ হোসেনের মেয়ে।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন বলেন, উপজেলার জোনাইল শিমুলতলা এলাকায় কায়েস মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ছয় কক্ষ বিশিষ্ট দালান ঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়। বাড়ির সদস্যরা বের হতে পারলেও ভেতরে আটকা পড়ে আগুনে পুড়ে মারা যায় শিশু আলিজা।

তিনি বলন, খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়াও ২৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগি ফেলে চলে গেল ট্রেন, এরপর যা ঘটল 
মাছ চুরি করতে গিয়ে ছাত্রদলের ৭ জন গ্রেপ্তার
১২ বছরের সাজা থেকে দুলুকে খালাস
জনসভা মঞ্চে পলকের শ্যালিকা, বিএনপি নেতাকে শোকজ