ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

আগুনে পুড়ে ৯ মাসের শিশুর মৃত্যু

আরটিভি নিউজ

শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ১১:৪৪ এএম


loading/img
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে আলিজা খাতুন নামের ৯ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ ডিসেম্বর) উপজেলার জোনাইল এলাকার শিমুলতলায় এই ঘটনা ঘটে।

আলিজা খাতুন ওই এলাকার আলতাফ হোসেনের মেয়ে।

বিজ্ঞাপন

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন বলেন, উপজেলার জোনাইল শিমুলতলা এলাকায় কায়েস মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ছয় কক্ষ বিশিষ্ট দালান ঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়। বাড়ির সদস্যরা বের হতে পারলেও ভেতরে আটকা পড়ে আগুনে পুড়ে মারা যায় শিশু আলিজা। 

তিনি বলন, খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়াও ২৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |