ঢাকামঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সীতাকুণ্ড পৌর জামায়াতের সাবেক আমির আবদুল মান্নান আর নেই

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ০৮:৪৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর জামায়াতের সাবেক আমির আবদুল মান্নান (৭৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, ৫ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। 

বিজ্ঞাপন

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সীতাকুণ্ড হাসান গোমস্তা জামে মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

জানাজায় জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আবদুল মান্নানের মৃত্যুতে চট্টগ্রাম জেলা আমীর আলাউদ্দিন সিকদার, জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মো. তাহের, অ্যাসিট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, পৌর সেক্রেটারি মাহমুদুর রহমান জুয়ের, পৌর ওয়ার্ড সভাপতি মো. আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিনসহ বিভিন্ন নেতারা শোক প্রকাশ করেছেন।  

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রয়াত আবদুল মান্নান সীতাকুণ্ড পৌর সদরের আমিরাবাদ এলাকার মৌলভী আজিজুল রহমানের বাড়ির নুরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড পৌর আমীর হিসেবে আমিরের দায়িত্ব পালন করেন।

আরটিভি/এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |