• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

নদীতে গোসলে নেমে ২ পর্যটক নিখোঁজ

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৪১
ছবি: সংগৃহীত।

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে দুই পর্যটক।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই পর্যটকের নাম প্রিয়ন্ত দাস (১৬) ও শাওন দত্ত (১৭)। নিখোঁজ শাওন চট্টগ্রামের রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং চট্টগ্রামের সদরঘাট নালাপাড়া এলাকার জিদান দত্তের ছেলে। অপর কিশোর শাওনের খালাতো ভাই হলেও তার বাবার পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার বর্ণনা দিয়ে নিখোঁজদের সঙ্গে থাকা বন্ধু সালমান আহমেদ বলেন, আমরা ৯ বন্ধু মিলে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশন ঘাট থেকে একটি নৌকায় করে কাপ্তাই ভ্রমণে আসি। এরপর আমরা চারজন কর্ণফুলী নদীর সীতার ঘাট এলাকায় গোসল করতে নামি। পানিতে নামার পর দুজন কূলে উঠে আসে। কিন্তু প্রিয়ন্ত ও শাওন নদীতে তলিয়ে যায়। তবে তারা নদীতে নামার আগে মাদক সেবন করেছিল বলে বলে জানান সালমান।

বিকেল ৩টা পর্যন্ত নিখোঁজ দুই পর্যটকের খোঁজ পাওয়া যায়নি। তাদের উদ্ধারে কাপ্তাই ফায়ার স্টেশনের সদস্য ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত আছেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ বলেন, নিখোঁজ দুই পর্যটককে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুচকা কিনতে গিয়ে নিখোঁজ শিশু, এখনও মেলেনি সন্ধান
নিখোঁজের পাঁচ দিনেও সন্ধান মেলেনি রাজুর
খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০
মেঘনায় নিখোঁজের দুদিন পর ভেসে উঠল যুবকের মরদেহ