ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৫ জনের কারাদণ্ড

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ০৬:১৭ পিএম


loading/img

শরীয়তপুরের গোসাইরহাটে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার থেকে ৫ জনকে ৩ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার মেঘনা নদীর খেজুরতলা এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশাল জেলার হিজলা উপজেলার আবুপুর এলাকার ইদ্রিস ফকির ছেলে পারবেজ ফকির (৩০), ভোলা উপজেলার লামমোহন এলাকার মিজানুর রহমান এর ছেলে মিজান বেপারী (৩৯), একই এলাকার মোহাম্মদ মিজানুর রহমানের ছেলে ইব্রাহিম দফাদার (৩০) পটুয়াখালী কলাপাড়া এলাকার শহিদুল ইসলাম জমাদারের ছেলে ইব্রাহিম জমাদার (৩০), ও মো.সাদিকুর রহমান (২২)।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের খেজুরতলার সাতপাড়া এলাকায় মেঘনা নদীর বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। স্থানীয়দের অভিযোগে সকালে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এ ছাড়া বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকায় ৫ জনকে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়। অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে এ অভিযান অব্যাহত রাখা হবে বলে জানায় উপজেলা প্রশাসন।

এ বিষয়ে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার ৫ জনকে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের এ অভিযোগ অব্যাহত থাকবে।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |