• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

ঝালকাঠিতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ জানুয়ারি ২০২৫, ১৫:২৯
ঝালকাঠিতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ছবি : আরটিভি

ঝালকাঠির সদর উপজেলার এক মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের রামপুর জোড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম সুদেব হালদার (২৮)।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

তিনি সদর উপজেলার বেতরা গ্রামের সুব্রত হালদারের ছেলে। স্থানীয় বাউকাঠি বাজারে তিনি একটি মোবাইলের দোকান চালাতেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বাউকাঠি বাজারে সুদেবের একটি মোবাইলের দোকান আছে। সোমবার রাত ১১টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ির ফেরার পথ মধ্যে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত সুদেব হালদারের বড় ভাই সুকেশ হালদার বলেন, কয়দিন আগে মোবাইল সারা নিয়ে একটি পক্ষের সঙ্গে ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে, একারণেই আমার ভাইকে হত্যা করা হতে পারে।

নিহত সুদেব হালদারের মা শেফালী হালদার বলেন, ‘আমার ছেলে কারও সঙ্গে কোন দিন খারাপ ব্যবহার করেনি, কোন অন্যায় করেনি। কেন আমার ছেলেকে হত্যা করা হলো। আমি এর বিচার চাই।’

এ বিষয়ে ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, ‘মাথায় কোপের আঘাত দেখা গেছে ধারনা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। সুরতহাল করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে হত্যা মামলা দায়ের করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
শিল্পে গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব, অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা
অপহরণের ২ ঘণ্টার মধ্যে ব্যবসায়ীকে উদ্ধার, গ্রেপ্তার ২
হাতকড়া পরিয়ে ব্যবসায়ীকে হেনস্তার অভিযোগে এসআই ক্লোজ