ঢাকাTuesday, 15 July 2025, 31 Ashaŗh 1432

জয়দেবপুরে সিরাজগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫ , ০৭:২৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত।

ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন জয়দেবপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে ঘটে এ ঘটনা।

জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার ইয়াসবা আক্তার গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী ট্রেনটি জয়দেবপুর স্টেশন থেকে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়ার পরপরই রেল ক্রসিং পার হওয়ার আগেই ট্রেনের ইঞ্জিনের পেছনের দুটি চাকা লাইনচ্যুত হয়। গতি কম থাকায় অন্য কোনো বগি লাইনচ্যুত হয়নি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ট্রেন লাইনচ্যুতির ফলে তিন এবং চার নম্বর লাইনটি বন্ধ রয়েছে। তবে এক ও দুই নম্বর লাইন সচল থাকায় ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না।

লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধারের জন্য ঢাকায় রিলিফ ট্রেন আসার জন্য সংবাদ দেওয়া হয়েছে।

আরটিভি/এএএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |