• ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১
logo

চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে বিএনপির মাইকিং

আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২৫, ০২:৫৮
চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে বিএনপির মাইকিং
ছবি : সংগৃহীত

পিরোজপুরের কাউখালী উপজেলার বিএনপির পক্ষ থেকে চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে মাইকিং করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় এই মাইকিং করা হয়। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।

তারা বলছেন, এর মধ্য দিয়ে প্রকাশ্যে নিজেদের দোষ স্বীকারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে সতর্কবার্তা জানাল দলটি।

মাইকিং করে বলা হয়- পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা বিএনপি বা বিএনপির কোনো নেতার নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলদারিত্ব, সালিশ বাণিজ্য ও ভয়ভীতি প্রদর্শনসহ কোনো প্রকার বেআইনি কার্যক্রম সংঘটিত করলে বা সংঘটিত করতে প্রস্তুতি নিলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন বা আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করুন। অনুরোধক্রমে আহমেদ মঞ্জুর সুমন আহবায়ক উপজেলা বিএনপি ও সদস্য জেলা বিএনপি পিরোজপুর।

মাইকিংয়ে আরও বলা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়া ও প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে মানুষকে মামলা-হামলা ও তদবিরের কথা বলে আর্থিক লেনদেনে লিপ্ত আছেন, যা চাঁদাবাজির শামিল। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে কেউ লিপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হবে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা ও ব্যবসায়ী অভিযোগ করেছেন, বিএনপি, বিভিন্ন দলসহ সমন্বয়কদের নাম ভাঙিয়েও এলাকায় বেশ কিছুদিন ধরে ‘নীরব চাঁদাবাজি’ চলছে। এমন পরিস্থিতি থেকে নিস্তার পেতে স্থানীয় প্রশাসনের প্রতি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক আহম্মেদ মঞ্জুর সুমন বলেন, জনসাধারণকে সতর্ক করার জন্য (ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি) এ উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ ৩ থেকে ৪ মাস মাস ধরে বিভিন্ন নামে ও বিভিন্ন পরিচয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করার চেষ্টা চালাচ্ছে একটি মহল। এর সঙ্গে উপজেলা বিএনপি কোনোভাবেই জড়িত নয় এবং সমর্থন করে না উপজেলা বিএনপি।

এমন ঘোষণাকে বিএনপির দলীয় ব্যাপার উল্লেখ করে ভাণ্ডারিয়া থানার ওসি আহম্মেদ আনওয়ার জানান, যেকোনো দলের নেতা বা কর্মী হোক না কেন- অভিযোগ পাওয়ামাত্র ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/একে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন এইচএমপি ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা
দেশে আমরা চাঁদাবাজি-দখলবাজি চাই না: ড. মিজান
এখনও সিন্ডিকেট চাঁদাবাজি দখলবাজি চলছে: সারজিস আলম
লস অ্যাঞ্জেলেসে দাবানলে নিহত বেড়ে ১১, রেড ফ্ল্যাগ সতর্কতা জারি