• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

বগুড়ায় খাসির মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, গ্রেপ্তার ২

আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২৫, ১৪:৩১
বগুড়ায় খাসির মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে খাসির মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির সময় ২ ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। মঙ্গলবার রাতে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের ধর্মকাম এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- ধড়মোকাম এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে তৌহিদ আহমেদ (৩০) ও ফুলতলা এলাকার ইয়াকুব আলীর ছেলে সালমান হোসেন (২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম গ্রামের রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার সময় একই গ্রামের তৌহিদ আহমেদের বাড়িতে কাটাকাটির শব্দ পেয়ে ভেতরে গিয়ে দেখতে পাওয়া যায় ঘোড়া জবাই করে মাংস কাটছে। এ সময় চিৎকার দিয়ে এলাকাবাসীকে ডাকলে ৪ থেকে ৫ জন পালিয়ে গেলেও সালমান ও তৌহিদকে ধরে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ এসে জবাই করা ঘোড়াসহ দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ায় স্ত্রীর স্বীকৃতি না পেয়ে তরুণীর বিষপান
রক্তাক্ত অবস্থায় বারান্দায় পড়েছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৪ 
বোনের বিয়েতে এসে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার