• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

শরীয়তপুরে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৫০০ রোগী

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২৫, ১৫:৫২
ছবি : আরটিভি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় প্রথমবারের মত হারুন স্যার স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে প্রায় ৫০০ জন মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের সেনেরবাজারে সকাল ১০টা থেকে দিন ব্যাপী ফ্রি চক্ষু সেবা ও ছানি রোগী বাছাই করন করা হয়।

বিনামূল্যে চোখের আধুনিক চিকিৎসা সেবা পেয়ে হাসি ফুটেছে তাঁদের মুখে। যাদের বেশিরভাগই দারিদ্র ও নিম্নআয়ের মানুষ। এছাড়া সেবা নিতে আসা মানুষজনের মধ্যে ষাটোর্ধ রোগীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য।

দীর্ঘদিন ধরে ভালোভাবে চোখে দেখতে পারছিলেন না কার্তিকপুর গ্রামের ৭০ বছর বয়সী বৃদ্ধ আলী মিয়া। দারিদ্র্যতার কারণে চোখের চিকিৎসাও করাতে পারছিলেন না তিনি। শনিবার বিনা খরচে সেবা পাওয়ার খবরে তিনি এই ক্যাম্পে এসেছেন।

বিঝারি গ্রামের আমেনা বেগম বলেন, চোখে ছানি পড়ছে। ডাক্তাররা বলছে, নড়িয়া চক্ষু হাসপাতালে নিয়ে অপারেশন করাবে। আমার বাড়িতে দিয়ে যাবে। সব খরচ তাদের। আমি তাদের জন্য দোয়া করি। চোখ নিয়ে অনেক কষ্টে ছিলাম।

ভোজেশ্বর গ্রামের ৬৫ বছর বয়সী বৃদ্ধ ফজলুল হক বলেন, চোখে মাংস বৃদ্ধির সমস্যা কারণে আমারও অপারেশন লাগবে বলে জানিয়েছে ডাক্তার। তারা আমাকে নড়িয়া নিয়ে চক্ষু অপারেশন করিয়ে এরপর বাড়ি দিয়ে যাবে। আমি অনেক খুশি। তাদের জন্য দোয়া করি।

এ সময় হারুন স্যার স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মাজহারুল ইসলাম মিলন বলেন, প্রায় ৫০০ জন চক্ষু রোগীকে চিকিৎসা সেবাসহ ওষুধ ও চশমা প্রদান করেন। পরে বাছাইকৃত ছানি রোগীদের বিনামূল্যে অপারেশন করে দেয়া হবে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শরীয়তপুরে কৃষিজমিতে পুকুর খনন, লাখ টাকা জরিমানা
পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
শরীয়তপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন