চাঁদপুরের শাহরাস্তিতে ২৩টি স্কুল ও মাদরাসার ৩ শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে শাহারাস্তি পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করেন এম এস ক্রিয়েটিভ ভেঞ্জার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন।
শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট শামসুল ইসলাম মোহন, ভিআইপি ল্যান্ডমার্কের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ বিল্লাল হোসেন বেলাল, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আবুল কাশেম মোল্লা, শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের সভাপতি দীন মোহাম্মদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
আরটিভি/এএএ