ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

‘আমাদের সন্তানদের সংস্কৃতি চর্চার সঙ্গে সম্পৃক্ত করতে হবে’

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

সোমবার, ২৩ জুন ২০২৫ , ১০:৪৯ এএম


loading/img
ছবি: আরটিভি

চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র পরির্দশন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রবাস কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। 

বিজ্ঞাপন

এ সময় তিনি চাঁদপুরের সকল সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্য বলেন, সাংস্কৃতিক অঙ্গন এবং সাংস্কৃতিক কর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে এই চর্চা কেন্দ্রকে সংস্কার করে আরও উন্নত করতে হবে। আমি বিশ্বাস করি, সংস্কৃতি চর্চার সঙ্গে যারা সম্পৃক্ত তারা উদার মনের অধিকারী। তারা কখনও খারাপ হতে পারে না। আমাদের সন্তানদের সংস্কৃতি চর্চার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। তাদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা এবং সংস্কৃতি চর্চার সুযোগ করে দিতে হবে‌। 

সম্প্রতি চাঁদপুর সাংস্কৃতিক চর্চ্চা কেন্দ্রে চাঁদপুরের সকল সাংস্কৃতিক সংগঠক ও শিল্পীদের এক মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের নব নির্বাচিত আহ্বায়ক নাট্যাভিনেতা ও নির্দেশক সাংবাদিক শরীফ চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কণ্ঠশিল্পী ইতু চক্রবর্তী, নাট্যকার ও নির্দেশক লিটন ভূঁইয়া, কণ্ঠশিল্পী রূপালী চম্পক, সংগীত প্রশিক্ষক রফিক আহমেদ মিন্টু, সাংস্কৃতিক সংগঠক হাসান মাহমুদ, নাট্য সংগঠক শুকদেব রায়, চর্চা কেন্দ্রের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, তপন সরকার, নাট্যকার ও আবৃত্তিকার এম আর ইসলাম বাবু, চর্চা কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ও জেলা জাসাসের সদস্য সচিব মোবারক হোসেন সিকদার, চর্চা কেন্দ্রের যগ্ম আহ্বায়ক পি এম বিল্লাল, কণ্ঠশিল্পী সুদীপ কর, অনীতা নন্দী, শ্রিপ্রা মজুমদার, নৃত্য প্রশিক্ষক অনিমা সেন চৌধুরী, সোমা দত্ত, সাংস্কৃতিক সংগঠক সুলতানা সেতু, কণ্ঠশিল্পী মৃণাল সরকার, স্বজন সাহা প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল রশিদ বাহার, পৌর জাসাসের সভাপতি কণ্ঠশিল্পী শাওন পাটোয়ারী, সাধারণ সম্পাদক সিয়াম খান প্রমুখ।  

এ সময় চাঁদপুরের সকল সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পীরা উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |