ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

এক ইলিশ বিক্রি হলো ১৩ হাজার টাকায়

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

সোমবার, ২৩ জুন ২০২৫ , ০১:৫৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

চাঁদপুরের পাইকারি মাছ বাজারে এবার এক ইলিশ বিক্রি হয়েছে ১৩ হাজার ৩৮৭ টাকায়। ২ কেজি ৫৫০ গ্রাম ওজনের ইলিশটি কিনেছেন নবীর হোসেন নামে একজন ক্রেতা।

বিজ্ঞাপন

সোমবার (২৩ জুন) চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ইলিশটি বিক্রি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইলিশ ঘাটে উত্তম দাসের আড়তে মেঘনা নদীতে ধরা পড়া আড়াই কেজি ওজনের ইলিশটি নিয়ে আসা হয়। সেখানে বিক্রির জন্য হাঁকডাকে অন্তত ১৫ ব্যবসায়ী নিলামে অংশ নেন। পরে ১৩ হাজার ৩৮৭ টাকায় মাছটি কিনে নেন নবীর হোসেন নামে এক ব্যবসায়ী।

বিজ্ঞাপন

ব্যবসায়ী নবীর হোসেন বলেন, জুন মাস থেকে জেলেরা বড় আকারের ইলিশ পাচ্ছেন। যা আগে দেখা যায়নি। কিছুদিন আগেও দুই কেজি ৪৮০ গ্রাম ওজনের একটি ইলিশ নিলামে ১৩ হাজার ৩৯০ টাকায় বিক্রি হয়েছে, সেটিও আমি কিনেছিলাম।

এ বিষয়ে চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, ইলিশের সরবরাহ একেবারে নেই। দক্ষিণাঞ্চলের ইলিশ আসে না। যা আছে স্থানীয় নদীর ইলিশ। মাঝেমধ্যে দুয়েকটি বড় আকারের ইলিশ জেলেরা ঘাটে নিয়ে আসেন।

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |