ঢাকাবুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

ফসলি জমির মাটি কাটায় অভিযান, ৪ ডাম্পার-১ স্কেভেটর জব্দ  

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ , ১০:০৭ এএম


loading/img
ছবি: আরটিভি

চট্টগ্রামের চন্দনাইশে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার খবর পেয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটিভর্তি চারটি ডাম্পার ট্রাক ও একটি স্কেভেটর জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৬ জানুয়ারি) রাত ১১টায় উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বহরম পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে কৃষিজমির মাটি কাটার সত্যতা মিলেছে। এ সময় ডাম্পার ট্রাক ও স্কেভেটর জব্দ করা হলেও ড্রাইভার পালিয়ে যান। ঘটনাস্থলে মাটি কাটার সঙ্গে যুক্ত কাউকে পাওয়া যায়নি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

বিজ্ঞাপন

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরটিভি/এমএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |