ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

উল্লাপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তি মির্জা গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:৪৯ পিএম


loading/img
ছবি: আরটিভি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা মির্জা মুক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

বিজ্ঞাপন

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। এর আগে, শনিবার রাতে সেলিনা মির্জাকে ঢাকায় তার মিরপুরের বাসা থেকে গ্রেপ্তার করে পল্লবী থানায় হস্তান্তর করে র‍্যাব।

গ্রেপ্তারকৃত সেলিনা মির্জা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও পলাশডাঙ্গা যুব শিবিরের পরিচালক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার মেয়ে। 

বিজ্ঞাপন

সেলিনা মির্জা ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি জয়লাভ করেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, সেলিনা মির্জা মুক্তিকে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |