আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে যৌথবাহিনীর সমন্বয়ে চলছে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট। এরই অংশ হিসেবে রাঙ্গামাটিতে অভিযান শুরু হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল থেকে বিভিন্ন স্থানে অপারেশন চালায় ডিবি পুলিশ। এ সময় রাঙ্গামাটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনছুর আলীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রোববার বিকেল থেকে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে অভিযান কার্যক্রম শুরু করেন ডিবি পুলিশ। বিকেলে রাঙ্গামাটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনছুর আলীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এর আগে ডিবি পুলিশ রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বরের বাস ভবনে অভিযান পরিচালনা করলে তাকে তার বাসায় পাওয়া যায়নি। পরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাস ভবনে অভিযান চালিয়ে সাধারণ সম্পাদক মনছুর আলীকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে ৯নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাওলা মিয়া এবং সদর উপজেলা শ্রমিকলীগের নেতা শাহজালাল মাঝিকেও গ্রেপ্তার করা হয়। তিনজনকে গ্রেপ্তারের পর কোতোয়ালি থানায় হস্তান্তর করে ডিবি পুলিশ।
এ বিষয়ে রাঙ্গামাটির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
আরটিভি/এমকে/এস