শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতাসহ এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক তথ্যটি নিশ্চিত করেন। এর আগে, গতকাল বিকেলে সখিপুরের মোল্লাবাজার এলাকা থেকে আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে তাদের স্থানীয় এলাকাবাসী আটক করে। পরে সখিপুর থানা পুলিশকে খবর দিলে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—চরকুমারিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃদুল মোল্লা অপরজন সখিপুর থানা আওয়ামীলীগের সহসভাপতি ও চরকুমারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মমিন সাহ মোল্লা। তারা উভয় চরকুমারিয়া ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় চর কুমারিয়া ইউনিয়নের মোল্লার বাজার এলাকায় স্থানীয় জনতা চর কুমারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মমিন সাহা মোল্লা ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃদুল মোল্যাকে আটক করে স্থানীয় জনতা। পরে ডেভিল হান্ট অপারেশনের পুলিশ টিম গিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে।
সখিপুর থানার ওসি বলেন, আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে তাদের আটক করে স্থানীয় এলাকাবাসী। পরে ডেভিল হান্ট অভিযানে টিম তাদেরকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজকে তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
আরটিভি/এএএ