ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

নদীতে সেলফি তুলতে গিয়ে চার বন্ধু নিখোঁজ, উদ্ধার ৩

আরটিভি নিউজ 

শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:৩২ এএম


loading/img
ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে নেমে সেলফি তোলার সময় চার বন্ধু নিখোঁজ হন। এদের মধ্যে তিনজনকে উদ্ধার করেছেন স্থানীয়রা। এ ঘটনায় জুনায়েদ রহমান (১৮) নামের এক কলেজছাত্র নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভান্ডারবাড়ি এলাকার স্পার (বাঁধ) এলাকায় এ ঘটনা ঘটে।

জুনায়েদ রহমান বগুড়ার শেরপুর শহরের টাউন কলোনির জাহিদুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন, শেরপুর টাউন কলোনি এলাকার আবুল কালামের ছেলে মফিজ ইকবাল (১৮), গোলাম সরোয়ারের ছেলে সোয়েব আহম্মেদ (১৮) ও সোলায়মান আলীর ছেলে অওফি হাসান (১৮)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে চার বন্ধু বানিয়াজার স্পার এলাকায় প্রেমিকার সঙ্গে দেখা করতে আসেন। এরপর যমুনা নদীতে নেমে মোবাইল ফোনে সেলফি তোলার সময় তারা নদীতে পড়ে ডুবে যান। এ সময় স্থানীয়রা তিন বন্ধুকে উদ্ধার করে।

ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল হক গণমাধ্যমকে বলেন, নদীতে প্রবল স্রোত বইছে। এ কারণে নিখোঁজ জুনায়েদ রহমান ভাটির দিকে ভেসে যেতে পারে। তাকে উদ্ধারের জন্য রাজশাহীর ডুবুরি দলের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। ইতোমধ্যে ডুবুরি দল রাজশাহী থেকে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |