ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় মুড়ি বিক্রেতা নিহত

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ০৯:০৬ এএম


loading/img

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারে সিএনজির ধাক্কায় আব্দুস সালাম (৮৩) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‍্যু হয়। 

নিহত আব্দুস সালাম ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মুন্সী পাড়া মহল্লার বাসিন্দা। তিনি একজন মুড়ি বিক্রেতা ছিলেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুস সালাম রোববার বিকেলে বাড়ি থেকে বটতলী বাজারে আসেন। এ সময় প্রধান সড়ক পার হওয়ার পথে জয়পুরহাটগামী দ্রুতগতির একটি সিএনজি তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। 

পরে সন্ধ্যায় অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়ে দেয়। আর সেখানেই রাতে জরুরি বিভাগে তিনি মারা যান।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, সিএনজির ধাক্কায় এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। তবে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার একটি আবেদন পেয়েছি।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |