ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

পিকনিকের বাস-মাইক্রোবাস সংঘর্ষ, আহত ১০

আরটিভি নিউজ

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ০৮:৫৯ এএম


loading/img
সংগৃহীত ছবি

নাটোরের বড়াইগ্রামে পিকনিকের যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মোল্লা হোটেলের সামনে এ দুর্ঘটনা হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। 

বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ ইসমাইল হোসেন ও স্থানীয়রা জানান, গাজীপুর থেকে নাটোরের লালপুরের ‘গ্রীনভ্যালী পার্কে’ পিকনিক করতে আসে একটি গ্রুপ। পিকনিক শেষে তারা পুনরায় গাজীপুর ফিরছিলেন। পথে নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মোল্লা হোটেলের সামনে পৌঁছালে সামনে থেকে আসা একটি হাইয়েস মাইক্রোবাস সামনের একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে পিকনিকের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির অন্তত ১০ জন আহত হয়। 

বিজ্ঞাপন

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। এদিকে, দুর্ঘটনার পর বাসের চালক বাসটি রেখেই পালিয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি হাইওয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

আরটিভি/এএএ/এস  

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |