ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

স্কুল দখল ও চাঁদাবাজির অভিযোগে ৩ শিক্ষক গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ , ১২:৪৬ পিএম


loading/img

শরীয়তপুরের ভেদরগঞ্জ থানা-সংলগ্ন প্রতিভা সাইন্স প্রিপারেটরী (পিএসপি) হাইস্কুলটি দখল ও চাঁদাবাজির অভিযোগে অধ্যক্ষসহ ৩ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবারে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ভেদরগঞ্জ থানার ওসি মো. পারভেজ হাসান সেলিম।

আটককৃতরা হলেন- মহিষার দিগম্বরী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম (৪৫), উপজেলা সদরের ইগনাইটেড কোচিং সেন্টারের শিক্ষক মনোয়ার হোসেন (৪২) ও তপুর রায়হান (৪০)।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম, মনোয়ার হোসেন ও তপুর নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ গ্রুপ পিএসপি হাইস্কুলে আসেন। তারা স্কুলে ঢুকে শিক্ষার্থী ও শিক্ষকদের জোর বের করে দেয় ও স্কুলটি দখলের চেষ্টা করেন। এ সময় তারা স্কুলটির অফিস কক্ষের ক্যাশবক্সে থাকা দেড় লাখ টাকা নিয়ে যান।

পিএসপি স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক নাঈমুল হাসান নাঈম বলেন, দখলকারীরা কিছু ভুয়া কাগজপত্র তৈরি করে আমার স্কুল দখলে নেওয়ার চেষ্টা করেন। সন্ত্রাসীরা বিদ্যালয় থেকে প্রায় দেড় লাখের বেশি টাকা নিয়ে গেছেন। জাতীয় জরুরি পরিষেবা-৯৯৯ এ ফোন করে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ এসে ৩ জন শিক্ষককে ধরে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ওসি মো. পারভেজ হাসান সেলিম বলেন, ‘বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে আটক করা হয়। পরে থানায় হওয়া মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। কেউ যদি কোনো চাঁদাবাজি কিংবা অনৈতিকতার সঙ্গে সম্পৃক্ত হয় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |