ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বাবার ট্রলির নিচে চাপা পড়ে প্রাণ গেল সন্তানের

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ , ০১:৩০ পিএম


loading/img
ছবি: আরটিভি

নাটোরের লালপুরে বাবার ট্রলিচাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম মুরসালিন (৩)। সোমবার রাতে উপজেলার কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

নিহত মুরসালিন একই গ্রামের মিন্টু আলীর ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, মুরসালিনের বাবা ট্রলি নিয়ে বাড়ি ফিরলে গাড়ির শব্দ শুনে সে দৌড়ে বাড়ির বাইরে আসে। অসাবধানতাবশত শিশু মুরসালিন ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ওসি নাজমুল হক বলেন, ট্রলির নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যুর খবর জানতে পেরেছি। তবে এ বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি।

আরটিভি/এমকে/এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |