শরীয়তপুরের জাজিরায় বিদ্যালয়ের বারান্দা থেকে কম্বলে মোড়ানো রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জাজিরা থানার ওসি মো. মুহাম্মদ দুলাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গতকাল সন্ধ্যায় উপজেলার পালেরচর ইউনিয়নের ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা বিদ্যালয়ের বারান্দায় কম্বলে মোড়ানো অবস্থায় প্রথমে লাশটি দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ তা উদ্ধার করে। মৃতের বয়স আনুমানিক ৫৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
জাজিরা থানার ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃতদেহের নাম-পরিচয় জানা যায়নি। লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে আমরা অনুসন্ধানে কাজ করছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর তার মৃত্যুর আসল রহস্য উন্মোচন হবে।
আরটিভি/এএএ