বগুড়ার গাবতলীতে মো. সিফাত (১৩) নামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৮ মার্চ) রাতে স্থানীয়রা তার মরদেহ বাড়ির পাশের পুকুর পাড় থেকে উদ্ধার করে।
নিহত সিফাত গাবতলী পৌরসভার ৯নং ওয়ার্ডের উঞ্চুরকী উত্তরপাড়া গ্রামের হাফিজার রহমান মোল্লার ছেলে। এ ছাড়াও সে গাবতলী পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইফতারের পর নামাজের জন্য বাড়ি থেকে বের হয় সিফাত। এরপর রাত ১০টার দিকে স্থানীয়রা উত্তরপাড়া ঈদগাহ মাঠ-সংলগ্ন পুকুরপাড়ে সিফাতকে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিফাতের গলায় হাতের আঙুলের দাগ ছিল।
গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, সিফাতের মৃত্যুকে গুরুত্ব দিয়ে রহস্য উদঘাটনে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। মরদেহ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরটিভি/এএএ/এস