ঢাকাবুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

বাংলাবান্ধা দিয়ে নেপাল গেলো আরও ৪২ টন আলু

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৯ মার্চ ২০২৫ , ১০:২৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নতুন করে বাংলাদেশ থেকে আরও ৪২ টন আলু নেপালে রপ্তানি করা হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (৯ মার্চ) দুপুরে দুটি বাংলাদেশি ট্রাকে ২১ টন করে মোট ৪২ টন আলু নেপালে রপ্তানি করেন থিংকস টু সাপ্লাই নামে একটি প্রতিষ্ঠান। 

এ নিয়ে জানুয়ারি থেকে চলতি মার্চ মাস পর্যন্ত কয়েক পর্যায়ে বাংলাদেশ থেকে ১ হাজার ৩৮৬ টন স্টোরেজ আলু রপ্তানি করা হয়েছে নেপালে।

বিজ্ঞাপন

আলুগুলো নেপালের ঝাপা বির্তামোদে নামক এলাকায় ‘অপেক্ষা’ সবজি ভান্ডারে পাঠানো হয়েছে বলেও স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র জানিয়েছে।

এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বলেন, রোববার আবারও আলু রপ্তানি করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে দুটি ট্রাকে ৪২ টন আলু নেপালে পাঠানোর ছাড়পত্র দেওয়া হয়েছে। এগুলো ছিল স্টোরেজ আলু।

বিজ্ঞাপন

আজকের রপ্তানিসহ এ নিয়ে বন্দর দিয়ে ১ হাজার ৩৮৬ টন আলু নেপালে গেলো বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |