ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

রাঙ্গামাটিতে দাদার লালসার শিকার ৩ বছরের শিশু

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১২ মার্চ ২০২৫ , ০৬:১৪ এএম


loading/img
ছবি: আরটিভি

রাঙ্গামাটি শহরের ভেদভেদি মোনতলা গ্রামে দাদার লালসার শিকার হয়েছে ৩ বছরের এক শিশু। মঙ্গলবার (১০ মার্চ) বিষয়টি পুলিশ অবহিত আছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন।

বিজ্ঞাপন

এর আগে সোমবার এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ভুক্তভোগী শিশুকে বর্তমানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অভিযুক্ত সুভাষ কুমার চাকমা (৬০) ওরফে জাগুলুক্কে পলাতক রয়েছে। 

এ ব্যাপারে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শওকত আকবর খান জানান, যৌন হয়রানির শিকার হওয়া শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী শিশুর মা বলেন, গত রবিবার রাতে শিশুটি তার দাদা-দাদির সাথে ঘুমিয়ে ছিল। পরদিন সোমবার সকালে তার দাদি আমার মেয়ে শিশু এবং শিশুর দাদাকে বিচানায় রেখে কাজে বের হয়। সকাল ৭টার দিকে মেয়েটি চিৎকার করে কান্না করতে থাকে। মেয়ের কান্না শব্দ শুনে আমি দেখতে গেলে মেয়ে বিছানা থেকে উঠে আসে এবং দাদা কর্তৃক নির্যাতনের কথা জানায়। পরে আমি এর প্রতিবাদ করলে আমার শ্বশুর আমার সাথেও খারাপ ব্যবহার করে। একপর্যায়ে দুপুরে মেয়ের শারীরিক সমস্যা দেখা দিলে কান্না করতে থাকে এবং শরীরে জ্বর আসে। এটি না কমায় গতকাল (সোমবার) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে ভর্তি করি।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের নারী শিশু নির্যাতন প্রতিরোধ সেলের প্রোগ্রাম অফিসার মো এমদাদ উল্লাহ বলেন, এ ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় পুলিশি মামলা হবে। মামলার জন্য হাসপাতালে ভুক্তভোগীর প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং বাদীর সম্মতি পেলে মামলা দায়ের হবে।

এ ব্যাপারে জানতে চাইলে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, বিষয়টি পুলিশ অবহিত আছে। এ ঘটনায় মামলা হবে। অভিযুক্তকে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |